বুধবার ৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সিনহা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে যা উঠে এলো

নিজস্ব প্রতিবেদন ০৩ জুন ২০২৫ ০৩:৪১ পি.এম

সিনহা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে যা উঠে এলো ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সেদিন যা ঘটেছিল, সে তথ্য উঠে এসেছে।

সিনহা হত্যার ঘটনার এক মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেয়। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদনটি জমা দেন।

তদন্ত কমিটির প্রতিবেদন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের ৩১ জুলাই বিকেল সাড়ে তিনটায় প্রাইভেট কার ছুটে চলছে। কারটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত। গন্তব্য টেকনাফ থানার মারিশ বুনিয়া মুইন্ন্যা পাহাড়ের চূড়া। উদ্দেশ্য ভিডিও করা। 

নির্দিষ্ট স্থানে পৌঁছে নতুন মেরিন ড্রাইভ রাস্তার পাশে কারটি পার্কিং করে পাহাড়ের দিকে রওয়ানা হন তারা। সিনহার পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের মত কম্ব্যাট প্যান্ট ও কম্ব্যাট গেঞ্জি। পাহাড়ে ওঠার সময় মারিশ বুনিয়া মাথাভাঙ্গা মসজিদের ইমামের সঙ্গে সালাম বিনিময় হয় সিনহার। একটি ছোট ছেলের কাছ থেকে তারা পাহাড়ে ওঠার পথ জেনে নেন। পাহাড় ও সমুদ্রের মেল বন্ধনে সূর্যাস্তের টাইমল্যাপস ধারণ করতে করতে অন্ধকার হয়ে যায়।

রাত আটটা। মেজর সিনহাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পাতা হয় ফাঁদ। দক্ষিণ মারিশবুনিয়া জামে মসজিদের ঘোষণা দেওয়া হয় পাহাড়ে ডাকাত দেখা যাচ্ছে। এ সময় জড়ো হয় কিছু লোক। কিন্তু পাহাড়ে কোনো সাড়াশব্দ বা লাইট না দেখা যাওয়ায় তারা চলে যায়। ভেস্তে যায় ফন্দিটি। কিন্তু তাতে দমে যায়নি পুলিশের ৩ সোর্স। 

এর কিছুক্ষণ পর পাহাড় থেকে পুলিশের ওই তিন সোর্সের সামনে দিয়ে নেমে আসেন মেজর সিনহা ও সিফাত। এ সময় তারা, সিনহা ও সিফাতের মুখে টর্চ লাইটের আলো ফেলে নিশ্চিত হয় এই সেই ভিডিও দল। নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আইয়াজ এ তিনজন সিনহাকে অনুসরণ করে মেরিন ড্রাইভ পর্যন্ত আসে। এবং তারা কোন দিকে যাচ্ছেন তা নিশ্চিত হয়।

সোর্স নুরুল আমিনের কল পেয়ে ইন্সপেক্টর মো. লিয়াকত শামলাপুরে পুলিশ চেকপোস্টে যান। তড়িঘড়ি করে এসআই দুলালসহ মোটরসাইকেলে সেখানে পৌঁছে অস্ত্রসহ অবস্থান নেন তিনি। অপেক্ষা করতে থাকেন সিনহার গাড়ি পৌঁছানোর।

রাত ৯টা ২০ মিনিট। বিজিবি চেকপোস্ট অতিক্রম করে অবসরপ্রাপ্ত মেজর সিনহার কারটি। ৫ মিনিটেই তা পৌঁছে যায় শামলাপুর চেকপোস্টে। এপিবিএন সদস্য কনস্টেবল রাজীব কারটি থামানোর সংকেত দেন। সংকেত পেয়ে থেমে যায় সিনহার কার। কনস্টেবল রাজীব পরিচয় জানতে চাইলে বাম পাশে বসা সাহেদুল ইসলাম রিফাত কারের জানালা খুলে দেন। এ সময় গাড়ির ড্রাইভিং সিটে বসা অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিজের পরিচয় দেন। কুশল বিনিময় শেষে কনস্টেবল রাজীব ও অন্য দুই এপিবিএন সদস্য এসআই শাহজাহান আলী ও কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ইমন স্যালুট দিয়ে গাড়িটি চলে যাওয়ার সংকেত দেন।

সংকেত পেয়ে গাড়িটি এগোতেই মেজর সিনহা নাম শুনেই পেছন থেকে চিৎকার করে সামনে চলে আসেন ইন্সপেক্টর লিয়াকত। আবার তাদের পরিচয় জিজ্ঞেস করেন। পুণরায় তিনি নিজেকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা বলে পরিচয় দেন। নাম শুনে উত্তেজিত হয়ে লাফ দিয়ে সামনে গিয়ে ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে দেন লিয়াকত। এতে লিয়াকতকে সহায়তা করেন এসআই নন্দ দুলালও।

লিয়াকত আলীর চোটপাটের মধ্যে দুই হাত উঁচু করে গাড়ি থেকে নেমে আসেন সাহেদুল ইসলাম রিফাত। ড্রাইভিং সিটে বসা সিনহা গাড়ি থেকে দুই হাত উঁচু করে নেমে লিয়াকত আলীকে শান্ত করার চেষ্টা করেন।

৯টা ২৫ মিনিটে শামলাপুর চেকপোস্টে পৌঁছে মেজর সিনহার গাড়ি। ৯টা ৩০ মিনিটে ১ মিনিট ১৯ সেকেন্ড এবং ৯টা ৪৫ মিনিটে ১৬ সেকেন্ড লিয়াকতের সঙ্গে কথোপকথন হয় ওসি প্রদীপের। ৯টা ৩৩ মিনিটে আইসি লিয়াকত আলী ঘটনাটি কক্সবাজারের পুলিশ সুপারকে জানান।

এসআই নন্দ দুলাল রক্ষিত কমিটিকে বলেন, লিয়াকত ব্যারিকেড দিয়ে অস্ত্র তাক করে গাড়ির সামনে দাঁড়ান। এরপর...শুট শুট বলেই গুলি করেন লিয়াকত।

এদিকে, বাহারছড়া তদন্ত কেন্দ্রে ফোন করে এসআই নন্দ দুলাল শামলাপুর পুলিশ চেকপোস্টে কিছু পুলিশ সদস্য পাঠানোর জন্য বলেন। নির্দেশ পেয়ে একটি সিএনজি অটোরিকশায় ছুটে আসেন এসআই লিটন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, কামাল হোসেন আজাদ ও ছাফানুল করিম। তাদেরকে সিনহার গাড়ি তল্লাশির নির্দেশ দেন লিয়াকত। তল্লাশি করে গাড়ির সামনের দুই সিটের মাঝখান হতে একটি পিস্তল এবং ড্যাশ বোর্ডে কিছু কাগজপত্র, ক্যামেরা, সিডিবক্স, ও ভিডিও করার যন্ত্রপাতি পাওয়া যায়।

লিয়াকত আলীর ফোন পেয়ে ওসি প্রদীপ কুমার দাশ একটি সাদা মাইক্রোবাসে এবং তার সঙ্গে ফোর্স একটি পিকআপ ভ্যানে চড়ে ঘটনাস্থলে আসেন। তখন রাত ১০টা। ঘটনাস্থলে পৌঁছেই ওসি প্রদীপ কুমার দাশ ইন্সপেক্টর লিয়াকত আলীর সঙ্গে একান্তে আলাপ করেন।

তদন্ত কর্মকর্তার বিশ্লেষণ অনুযায়ী, সিনহাকে লিয়াকত গুলি করেন আনুমানিক রাত ৯টা ২৫ থেকে ৯টা ৩০ এর মধ্যে।হাসপাতালে নেওয়ার জন্য রাত দশটার কিছু আগে কনস্টেবল কামাল ও মামুন কোরবানির গরু বহনকারী একটি মিনি পিকআপ থামান। সিনহাকে হাসপাতালের উদ্দেশে গাড়িতে তোলা হয় রাত ১০টা ৪৪ মিনিটের দিকে। গাড়ি ছাড়াও ওসি প্রদীপ কুমার দাশ রাত ১০টার সময় একটি মাইক্রোবাস ও একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে আসেন। ঘটনার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিনহাকে বহনকারী গাড়ি পৌঁছায় কক্সবাজার সদর হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার রাত ১১টা ৫৫ মিনিটে জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

সিনহাকে গুলি করার ২০ থেকে ২৫ মিনিট পরে ওসি প্রদীপ ঘটনাস্থলে এলেও সিনহাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়নি। ওসি প্রদীপ আসার ২২ মিনিট পর সিনহাকে ট্রাকে তোলা হয়।

কমিটি বলেছে, হাসপাতালে যেতে অস্বাভাবিক দেরি হওয়ায় বিনা চিকিৎসায় সিনহা মারা যান।

আরও খবর

news image

১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

news image

প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড

news image

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

news image

পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত, ‘ভুয়া’ সংস্থাকে নিবন্ধন নয়: ইসি

news image

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে

news image

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

news image

দশ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস

news image

বিএনপিও ছাড় দিয়েছে, কিন্তু কেন?

news image

দিল্লিতে গোপন সাক্ষাৎকারে জয়কে জড়িয়ে ধরে কাঁদলেন শেখ হাসিনা

news image

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ

news image

পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশকে সমর্থন যুক্তরাজ্যের

news image

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো: শফিকুল আলমের স্ট্যাটাস

news image

এনসিপির ক্রাউডফান্ডিংয়ে প্রায় ১৪ লাখ টাকা অনুদান সংগ্রহ

news image

চাঁদের মাটিতে পা রাখতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী

news image

টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

news image

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

news image

বিএনপির হাতে ১২৩ খুন, মির্জা ফখরুলের ভিন্নমত পোষণ

news image

টিউলিপের সাক্ষাতের আবেদন নাকচ ড. ইউনূসের

news image

ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়

news image

খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল

news image

আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

আজ থেকে যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

news image

ড. ইউনূসের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মোদি

news image

ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না: রিজভী

news image

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ

news image

সৌদির ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত

news image

বাংলাদেশে যেভাবে গরু কোরবানি মুসলিম সংস্কৃতির অংশ হলো

news image

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ

news image

৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: আসিফ মাহমুদ

news image

ড. ইউনূসের অপেক্ষায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস