মঙ্গলবার ১৪ অক্টোবার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ভোলাগঞ্জে পাথর লুট, ১৫শ জনকে আসামি করে প্রথম মামলা

নিজস্ব প্রতিবেদন ১৬ আগষ্ট ২০২৫ ০৯:৪৪ এ.এম

ভোলাগঞ্জে পাথর লুট ১৫শ জনকে আসামি করে প্রথম মামলা ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দল বেঁধে পাথর লুটের এক সপ্তাহেও প্রশাসন কোনো মামলা করেনি। তবে গতকাল শুক্রবার প্রথমবার এ লুটের ঘটনায় মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। কোম্পানীগঞ্জ থানায় সংস্থাটির যুগ্ম পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দেড় হাজার লোককে আসামি করে মামলা করেন। 

এদিকে সরকারের ওপর মহলের নির্দেশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাতে পাথর লুটে অভিযুক্ত ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য পদ হারানো সভাপতি সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালোনো হয়। ওই সময় তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার ছনবাড়ি সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন।

গতকাল সাদাপাথর পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোলাগঞ্জের কালাইরাগ ও দয়ার বাজার এলাকার ধলাই নদীর চর থেকে গত বুধবার জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপন অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকরা ইঞ্জিনচালিত নৌকায় পাথর বহন করে আগের জায়গায় ফেলছেন। এতে সহায়তা করছেন রোভার স্কাউট ও বিডি ক্লিন নামের সংগঠনের সদস্যরা। 

এ ছাড়া গতকাল আরও ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। কোম্পানীগঞ্জের কলাবাড়ি-সংলগ্ন এলাকা থেকে এসব পাথর উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার পাথর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে আগের তুলনায় পর্যটকদের ভিড় বাড়ছে সাদাপাথরে। কেন্দ্রটি ফিরছে আগের রূপে। গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পর্যটক এসেছেন। সেখানকার অস্থায়ী ব্যবসায়ী থানাবাজারের বাসিন্দা আব্দুল কুদ্দুছ জানান, পাথর লুটের ঘটনার আগে প্রতিদিন দেড় হাজার টাকার বিক্রি হতো। পাথর লুট নিয়ে হইচই হওয়ার পর থেকে প্রতিদিন ৫-৬শ টাকার বিক্রি হয়নি। গত দুই দিন থেকে কিছুটা বেড়েছে। 

গত বৃহস্পতিবার উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আদালত ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের তালিকা করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সিলেটের জেলা প্রশাসন কাজ শুরু করেছে। পাশাপাশি অভিযানও শুরু হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, এখন থেকে অভিযান চলবে। বিএমডি একটা মামলা করেছে। প্রশাসনের পক্ষ থেকে তালিকার পরে মামলা করা হতে পারে। 

স্থানীয়রা জানান, লুট করা পাথরগুলো শ্রমিকদের কাছ থেকে কেনার পর তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা। অধিকাশ পাথরই তারা দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও মিল মালিকের কাছে বিক্রি করে দেন। এখনও ভোলাগঞ্জ, পাড়ুয়া ও ধোপাগুল এলাকার অনেক স্টোন ক্রাশার মিলে লুটের পাথর মজুত দেখা গেছে। কেউবা মাটি দিয়ে কেউবা ত্রিপল দিয়ে সেইসব পাথর ঢেকে রেখেছেন। গতকাল ধোপগুল এলাকার দুটি মিলে ও পাড়ুয়ার আরও কয়েকটি মিলে ঢেকে রাখার আলামত পাওয়া গেছে।

গতকাল গাজীপুর থেকে পরিবার নিয়ে সাদাপাথর কেন্দ্র ঘুরতে আসা সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম জানান, তারা লুট করা পাথর আবার সেখানে প্রতিস্থাপনের দৃশ্য দেখে খুবই খুশি। 

রোভার স্কাউট সদস্য কলেজছাত্র রাকিবুল হাসান শান্ত জানান, তারা উপজেলা প্রশাসনের কাজে সহায়তা করছেন। বিডি ক্লিন বিভাগীয় কমিটির আইটি অ্যান্ড মিডিয়ার দায়িত্বে থাকা আব্দুর রহিম জানান, পাথর প্রতিস্থাপনের পর পর্যটন কেন্দ্রটি আগের মতো হয়ে উঠছে। 

জাফলংয়ে ৮ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন
গোয়াইনঘাট প্রতিনিধি জাকির হোসেন জানান, ভোলাগঞ্জের মতো জাফলংয়ের পাথরও লুট হয়। উপজেলা প্রশাসন গত দুই দিনে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করেছে। 

গোয়াইনঘাটের ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স জাফলং পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান এ পাথর জব্দ করে। ইউএনও রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেকে যে পাথরগুলো সরানো হয়েছে তা উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার তিন হাজার ও শুক্রবার আরও সাড়ে পাঁচ হাজার ফুট পাথর উদ্ধারের পর প্রতিস্থাপন করা হয়। 

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ভোলাগঞ্জ ও জাফলংয়ে পাথর লুটের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য সংগ্রহ চলছে। তালিকা করার পর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় তাদের পক্ষ থেকে মামলা করা হবে।

আরও খবর

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা

news image

দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে যে বার্তা দিলেন শহিদুল আলম

news image

ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস

news image

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

news image

‘আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’

news image

ফ্লোটিলায় অংশ নেওয়া শহিদুল আলম আটক

news image

মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে বাবাকে যে কথা বলেছিলেন আবরার

news image

ওয়েবসাইট বা অ্যাপসে নাম ঠিকানা না দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

news image

তদন্ত কর্মকর্তাকে আজও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

news image

ঘর আলো করে এল সন্তান, দেখার আগেই না ফেরার দেশে ফায়ার ফাইটার বাবা

news image

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

news image

১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোট দেয়ার ব্যবস্থা করা হবে: সিইসি

news image

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে দলগুলোর ঐকমত্য হয়েছে

news image

ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

news image

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

news image

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন