মঙ্গলবার ১৪ অক্টোবার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

নিজস্ব প্রতিবেদন ১১ অক্টোবার ২০২৫ ১২:০০ পি.এম

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীর বেশ কয়েকটি সিসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো চিড়েচ্যাপ্টা অবস্থা নারকোটিক্সের (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)।

বনানী এলাকায় সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসা বার আওয়ামী লীগ আমলে রীতিমতো পুলিশ প্রহরায় চলত। কারণ, এর নেপথ্যে ছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর। সরকার পতনের পরপরই তার প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি এ দুটি সিসা বার খুলে দিতে নানামুখী তদবির করছেন প্রভাবশালীরা।

জানা যায়, সিসা বার দুটি খুলে দিতে সম্প্রতি নারকোটিক্স কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন শরিফ আল জাওয়াদ নামের এক গাড়ি ব্যবসায়ী। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নানাভাবে চাপে রেখেছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিতে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠানের ছবি দেখান তিনি। এমনকি নিজেও বিএনপি নেতা বলে দাবি করেন। রাজধানীর প্রগতি সরণি এলাকায় জাওয়াদের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সাল অটো।

বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তদবিরের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানার জন্য বুধবার ব্যবসায়ী শরিফ আল জাওয়াদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল ধরেননি। বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। পরে সেলসিয়াস সিসা বারের মালিক হিসাবে পরিচিত আসিফ মোহাম্মদ নূরের মোবাইল নম্বরেও কল করা হয়। তিনিও কল রিসিভ করেননি। সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ-সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেশ কয়েকটি সিসা বার গজিয়ে ওঠে। এর মধ্যে বনানীতে আল গিসিনো নামের সিসা বারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী, গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সিসা বার চালাতেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন এবং ফারেন হাইট নামের এক সিসা বার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়ার নামে। তবে গত বছর আগস্টে সরকার পতনের পরপরই তাদের সবাই অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। ফলে সিসা বার পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সিসা বার রাতারাতি চর দখলের মতো দখল হয়েছে। এছাড়া জড়িত অনেকে ভোল পালটে নতুন রাজনৈতিক পরিচয়ে হাজির হয়েছেন। এর সঙ্গে কতিপয় অসাধু আইনজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা এবং হলুদ সাংবাদিকদের সিন্ডিকেট যুক্ত। এ কারণে ব্যাপক কড়াকড়ির পরও শেষ পর্যন্ত অবৈধ সিসা বারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে কি না-এমন সংশয় দেখা দিয়েছে।

সরেজমিন: বনানী ১১ নম্বর রোডের ১ নম্বর বাড়ির পঞ্চমতলায় কিউডিএস নামের একটি সিসা বার চলছে দীর্ঘদিন ধরে। বুধবার বিকালে সেখানে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। কয়েকবার টোকা দিলে দরজার ফাঁক দিয়ে সামান্য মুখ বের করে একজন বলেন, ‘এখন সব বন্ধ আছে। গেস্ট ঢোকানো হচ্ছে না। পরে যখন খুলবে, তখন ফোন করে আসবেন।

সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসা বার আছে বনানী ১১ নম্বর রোডের ৪৩ নম্বর ভবনে। বুধবার সন্ধ্যায় ভবনের লিফটের সামনে দাঁড়ালে নিরাপত্তারক্ষীরা জানতে চান কোথায় যাবেন? সেলসিয়াস লাউঞ্জের কথা বলতেই দায়িত্বরত দুই নিরাপত্তারক্ষী একসঙ্গে বলে ওঠেন নারাকোটিক্সের কড়াকড়ির কারণে প্রতিষ্ঠান বন্ধ আছে। চালু হলে পরে আসবেন। কখন খুলবে জানতে চাইলে তাদের একজন বলেন, মালিকরা ওপরে কথাবার্তা বলছেন। হয়তো শিগগিরই চালু হবে।

তদবির : সম্প্রতি বনানীতে সিগনেচার নামের একটি সিসা বারে সাঁড়াশি অভিযান চালায় নারকোটিক্স। সেখান থেকে মাদকসেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু সম্প্রতি তানভির নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রতিষ্ঠান খুলে দেওয়ার তদবির শুরু করেছেন। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার প্রচুর ছবি ও সেলফি দেখান। এছাড়া বনানীর হাভানা ক্যাফে লাউঞ্জ নামের আরেক প্রতিষ্ঠানের মালিক রফিক ফরাজি আগে আওয়ামী লীগের শেলটারে থেকে সিসা বার চালাতেন। কিন্তু বর্তমানে তিনি ভোল পালটে নিজেকে বিএনপির পদধারী নেতা বলে পরিচয় দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য হাভানা ক্যাফের ট্রেড লাইসেন্সে দেওয়া রফিক ফরাজির মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি হাভানায় অভিযান চালিয়েছে নারকোটিক্স। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। এরপর থেকেই রফিক ফরাজির মোবাইল নম্বর বন্ধ।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ সিসা বার চালাতে রাজনৈতিক নেতাদের চাপ ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায় থেকে প্রভাবশালীদের তদবির আসছে। যেমন : বনানীতে ‘অরা’ নামের একটি সিসা বার খুলে দেওয়ার জন্য তদবির করছেন মেহেদী নামের এক সরকারি কর্মকর্তা। এছাড়া আল গিসিনো, থার্টি টু ডিগ্রি, ক্যাফে এক্সাইল, দ্য সিলভার লাউঞ্জ বা এস লাউঞ্জ ও ইয়া হাবিবিসহ আরও কয়েকটি সিসা বার চালাতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এক প্রভাবশালী সচিবের ছেলে, এক অতিরিক্ত সচিব এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।

নারকোটিক্স কর্মকর্তারা বলছেন, অভিযান চালিয়ে সিসা বার বন্ধ করা হলেও প্রভাবশালীদের তদবিরে শেষ পর্যন্ত নমনীয় হতে হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান গোপনে মধ্যরাতে কার্যক্রম চালায়। যেমন : বনানী ১১ নম্বর রোডে অবস্থিত ‘হেইজ’ নামের একটি সিসা বার বন্ধ করে দেওয়ার কয়েকদিনের মাথায় নাম বদলে (সিয়াম লাউঞ্জ) ফের কার্যক্রম শুরু করে। রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত প্রতিষ্ঠান চালু রাখা হয়। এছাড়া গোপনে আবাসিক হোটেল এবং অভিজাত ফ্ল্যাটেও সিসা সেবনের আড্ডা বসছে।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, নেশার পাশাপাশি সিসা বারের অভ্যন্তরীণ আলো-আঁধারি পরিবেশ উঠতি বয়সিদের বিপথগামী করে তুলছে। প্রায় অন্ধকার ঘর এবং ছোট ছোট খুপরিতে তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দেওয়া হয়। এতে নৈতিকস্খলন বাড়ছে। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সিসা সেবনরত তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে দেখা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, সিসা সেবনে উচ্চমাত্রায় আসক্তি তৈরি হয়। তখন সিসা সেবন ছাড়া স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। নিয়মিত সিসা সেবনে শ্বাসতন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে নারীর ক্ষেত্রে গর্ভধারণে সমস্যা, এমনকি চিরস্থায়ী বন্ধ্যত্ব দেখা দিতে পারে। এছাড়া সিসা বারে যাতায়াত করা তরুণ-তরুণীদের একটি অংশ পরবর্তী সময়ে আরও ভয়ংকর নেশা যেমন : ইয়াবা ও আইসে আসক্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা বলেন, সিসায় ব্যবহৃত নেশা উপকরণে উচ্চমাত্রার নিকোটিন থাকে। সিসার মাত্র এক পাফে প্রায় ২০০ সিগারেটের সমপরিমাণ নিকোটিন দেহে প্রবেশ করে। এছাড়া ধোঁয়া টানার সময় ‘টার’ ও কৃত্রিম ফ্লেভারসহ আরও কিছু রাসায়নিক উপাদান দেহে প্রবেশ করে।

তবে পাশ্চাত্য সংস্কৃতিতে আকৃষ্ট শহুরে অভিজাত শ্রেণির অনেকের মধ্যে সিসা সেবন নিয়ে একধরনের বিভ্রান্তি রয়েছে। তাদের কেউ কেউ মনে করেন, সিসা তেমন ক্ষতিকর নয়। ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রকাশ্যে সিসা সেবন করা হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-তে বলা হয়েছে, সিসায় শূন্য দশমিক দুই-এর বেশি নিকোটিন থাকলে তা ‘খ’ শ্রেণির মাদক হিসাবে চিহ্নিত। আইনে সিসা বার বা লাউঞ্জ পরিচালনা ও সেবন সম্পর্কিত অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম এক থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

অবৈধ সিসা বার সম্পর্কে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, যত প্রভাবশালীর তদবির আসুক না কেন, অবৈধ সিসা বার কোনোভাবেই আর চালাতে দেওয়া হবে না। এক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে। কোথাও কোনো প্রতিষ্ঠান চলছে-এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে অভিযান চালাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা

news image

দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে যে বার্তা দিলেন শহিদুল আলম

news image

ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস

news image

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

news image

‘আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’

news image

ফ্লোটিলায় অংশ নেওয়া শহিদুল আলম আটক

news image

মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে বাবাকে যে কথা বলেছিলেন আবরার

news image

ওয়েবসাইট বা অ্যাপসে নাম ঠিকানা না দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

news image

তদন্ত কর্মকর্তাকে আজও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী

news image

ঘর আলো করে এল সন্তান, দেখার আগেই না ফেরার দেশে ফায়ার ফাইটার বাবা

news image

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

news image

১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোট দেয়ার ব্যবস্থা করা হবে: সিইসি

news image

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে দলগুলোর ঐকমত্য হয়েছে

news image

ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

news image

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

news image

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন