নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৪ ০২:৫৭ পি.এম
সরকারিভাবে বিভিন্ন সময় সাইবার জালিয়াতি নিয়ে সচেতন করা হলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে ওঠেননি। বারবার সাইবার জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ৫৯ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলেছেন ৯ লাখ টাকা।
পিটিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারিত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে প্রধান বিদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
জানা গেছে, ওই ব্যক্তি ১৬ সেপ্টেম্বর তার মোবাইল ফোনে ভয়েস মেসেজ পান। যেখানে তাকে জানানো হয়, তার ফোন নম্বরটি ২ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে। আর তিনি যদি নম্বরটি ঠিক রাখতে চান, তাহলে শূন্য (০) চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। এরপর ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন।
পরবর্তীতে তিনি প্রতারকদের সঙ্গে ভিডিও কলও করেন। আর ভিডিও কলে প্রতারকের তরফ থেকে এক ব্যক্তি নিজেকে সিপিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাকে জানান তিনি মানি লন্ডারিং মামলায় জড়িত আছেন। প্রতারক আরও দাবি করেন, তার নম্বরটি ৫.৮ মিলিয়ন টাকার আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত। এছাড়াও, বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকেরা তাকে জানায়, তার নম্বরটি ২৪৭টি অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে, যার মধ্যে প্রতারিতের পরিচিত ব্যবসায়ী নরেশ গোয়েলের নামও আছে।
এরপর ওইদিন দুপুর ২টা নাগাদ তিনি আরও একটি কল পান। যাতে প্রতারকেরা জোর করে তার পরিবার, আর্থিক সম্পত্তি এবং ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জানতে চান। এই কলটি প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত চলেছিল। আর এর পর তারা পুনরায় ভিডিও কলও করেন।
প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে ডিজিটালি গৃহবন্দি করা। তাছাড়াও তারা ভয় দেখানোর জন্য ভুয়া অনলাইন আদালত স্থাপন করেন। যেখানে এক প্রতারক নিজেকে বিচারক বলেও দাবি করেন। আর সেই বিচারক ভুক্তভোগীকে জানায়, তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা জমা দিতে হবে। অনবরত চাপ দেওয়ার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকদের দাবি অনুযায়ী টাকা পাঠান। তিনি খোঁজ খবর নিয়ে পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
প্রতারকদের থেকে নিরাপদ থাকতে কি করা যেতে পারে?
» আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করে আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, তাহলে সেই সকল কল বিশ্বাস করবেন না। বরং সেই দাবিগুলো যাচাই করতে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।
» ফোনে অপরিচিত ব্যক্তিদের কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য প্রকাশ করবেন না।
» এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন, যেগুলো আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করে থাকে।
» কখনো কোনো কল বা মেসেজে সন্দেহ হলে, কল বা মেসেজের কার্যকলাপে অসংগতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
কোয়ান্টাম কম্পিউটারের নতুন সম্ভাবনা
টিকটকে আপনার সন্তান কী করছে জানতে পারবেন সহজেই
ফেসবুকে মন্তব্য পছন্দ না হলে রিপোর্ট করবেন যেভাবে
ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব
বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’!
ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!
বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’
ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে
অশ্লীল ভিডিও কল থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
গুগল ম্যাপসের চমকপ্রদ ১৪ ফিচার
ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে
২০২৪ সালের সেরা গ্যাজেট : আইফোন ১৬ থেকে ওয়াটারপ্রুফ রিং
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যেসব তথ্য
ভিডিও কলে সাড়া দিয়ে ২ লাখ টাকা হারালেন বৃদ্ধ
হোয়াটসঅ্যাপে প্রতারণায় ৪ কোটি হারালেন তরুণ
ফোনে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় বলে দিল সরকার
মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ
শতভাগ স্কলারশিপে আইটিতে দক্ষ হওয়ার সুযোগ ৪০ শিক্ষার্থীর
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো টাইপিং ইন্ডিকেটার্স ফিচার
স্মার্টফোনে ভাইরাস আছে কিনা বুঝবেন যেভাবে?
নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার ৫ উপায়
ডিজিটাল অ্যারেস্ট ফাঁদে পড়ে যা হারালেন তরুণী
সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটার লম্বা ক্যাবল বসাবে মেটা!
Black Friday 2024 : হোস্টিং কেনাকাটায় ৬০ শতাংশ ছাড়
গোপন চিঠি লিখে বিপদে পড়ছেন না তো?
গোপন চিঠি নিয়ে ফেসবুকে হইচই
নতুন যে সুবিধা পাওয়া যাবে গুগল লেন্সে
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
এবার সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করবে লেজার