নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০১:২৯ পি.এম
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর ছড়িয়ে পড়লে বেশ হেইচই চলছে ভক্তদের মধ্যে। তবে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর দেখা যায় বিয়ে বিষয়ক তথ্য বিভ্রাট।
সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) তৌহিদ আফ্রিদির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি এবং টিকটকার রাইসা।
তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার।
এদিকে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে বেশ বিরক্ত আফ্রিদির শ্যালিকা রাইসা। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে রাইসা বলেন, তিনি ও রামিসা আল রিসা দুজন যমজ। গত বছর তার বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার।
একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয়—দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে।
রাইসা বলেন, দেখুন, আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়।
যেসব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন, পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক।
কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি। বিষয়টি তা নয়। বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন। শুধুই কাবিন হয়েছে। মূল অনুষ্ঠান তো পরে করা হবে। আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি।
তরুণ প্রজন্মের এ কনটেন্ট ক্রিয়েটর জানান, তার স্ত্রীর বোন টিকটক করেন। দুজনই দেখতে অনেকটা একইরকম। এ জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিশাকে টিকটকার মনে করছেন।
বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।
রাইসা ও রামিসার বাবা ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তিনি ২০১৫ সালে প্রয়াত হয়েছেন।
যে কারণে পাপারাজ্জিদের দেখে মেজাজ হারান জয়া বচ্চন
ফিলিস্তিনিদের পাশে আছি, সংহতি আর শান্তির প্রত্যাশায় : শাকিব খান
গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, আপনাদের হিসাব দিতে হবে, লাইভে পরীমণির হুমকি
নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম হাসান
গৃহকর্মীকে মারধর করায় পরীমণির বিরুদ্ধে থানায় জিডি
পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’
‘এলো খুশির ঈদ’ গানে মুখরিত শিল্পকলা একাডেমি
‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনাল পরকালের কথা
মিষ্টি হাসিতে নেটিজেনদের প্রশংসায় ফারিণ
প্রতিযোগিতা নয়, রাজত্ব করি : শাকিব খান
বাড়িতে থাকবে বাচ্চা মানুষ করবে : সালমান খান
বান্দরবানে শুটিংয়ে গিয়ে কি ঘটেছিল, জানালেন অভিনেতা খরাজ
গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু
শাহরুখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিষেক
আসছে নতুন এ্যালবাম "রেগে গেলেন তো হেরে গেলেন"
ভাষার মাসে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক ঐক্যজোটের নানা আয়োজন
ইংরেজি গান গেয়ে প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিণ
সভাপতির জন্মদিনে বনভোজনের আয়োজন করেছে জেনেসিস থিয়েটার
আমি একেবারে সিংগেল : ইধিকা পাল
একফ্রেমে হৃতিক-সালমান, রয়েছে চমক
সানি লিওনের নামে সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল
বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী
জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আফসোস বিপাশার
আবারো মুক্তিযুদ্ধের গল্পে অভিনেতা ইমন খান
অমিত শাহকে ‘হনুমান’ আখ্যা দিলেন বরুণ ধাওয়ান
বাগদান সারলেন সেলেনা গোমেজ
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, বিতর্কের জবাব দিলেন বুবলী
ছাত্রশিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজা চেরির পোস্ট
বড় অফারের লোভে শাহরুখের প্রশংসা করেন মাহিরা?
বিমানবন্দরে স্বর্ণসহ ‘আটক’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনামিকা জুথী