বুধবার ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির ভাষণেই এবার ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদন ০৩ অক্টোবার ২০২৪ ১১:০১ পি.এম

নরেন্দ্র মোদির ভাষণেই এবার ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রসঙ্গ ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বুধবার ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে ওই রাজ্যে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে। আদিবাসী-মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা।

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ অভিহিত করা বা ‘খুঁজে বের করে করে বঙ্গোপসাগরে নিক্ষেপ’ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। বেশির ভাগ সময়ই বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানায়নি। কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ।

এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

কী বলেছেন নরেন্দ্র মোদি

ঝাড়খণ্ডের নির্বাচনের আগে বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ নাম দিয়ে যে শোভাযাত্রা করেছে, তার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে বুধবার হাজারিবাগে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদির ওই ভাষণ পুরোটাই রয়েছে তার আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে।

রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারের উদ্দেশে মোদি বলেন, ‘যারা সরকার চালাচ্ছে, তারা ঝাড়খণ্ডের পরিচয়ই বদলে দিতে চায়, তারা ঝাড়খণ্ডের শতাব্দী প্রাচীন নিজস্বতা ধ্বংস করে দিতে চায়।

এদের কর্তৃত্ব যাদের হাতে সেই কংগ্রেস চায় ঝাড়খণ্ডের আদিবাসী সমাজকে সংখ্যালঘুতে পরিণত করতে। তারা জানে, চিরকাল তারাই আদিবাসীদের সঙ্গে প্রতারণা করে এসেছে, কোনো দিন তাদের সামনের সারিতে আসতে দেয়নি। তাই ক্ষমতায় থাকার জন্য তারা নতুন ভোটব্যাংক তৈরি করতে চাইছে।’

সাঁওতাল পরগনার উদাহরণ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে ‘আদিবাসী জনসংখ্যা ক্রমাগত কমছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।’

একই সঙ্গে মোদি প্রশ্ন তোলেন, ‘জনবিন্যাসে বিপুল পরিবর্তন হচ্ছে, আদিবাসী আর হিন্দুদের সংখ্যা কমেছ।

আপনাদের কাছে জানতে চাই, ঝাড়খণ্ডে এই পরিবর্তন আপনাদের চোখে পড়ছে কি পড়ছে না? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না?’

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রীর আরো প্রশ্ন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে জমি দখল করছে কি না? ঝাড়খণ্ডের নারীদের, আদিবাসী নারীদের তারা নিশানা করছে কি না? আপনারা এই বিপদ দেখতে পাচ্ছেন, জনবিন্যাসে এই বদল দেখতে পাচ্ছেন, কিন্তু ঝাড়খণ্ড সরকারের চোখে পড়ছে না?’

জনবিন্যাস সত্যিই বদলাচ্ছে?

ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট বলছে, বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ এনে আদিবাসীদের মধ্যে মেরুকরণের চেষ্টা করছে বিজেপি। তাদের কথায়, ২৪ বছর হয়েছে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৬ বছরই ক্ষমতায় ছিল বিজেপি। তখন কেন বিজেপি জনবিন্যাসের বদলের প্রসঙ্গ তোলেনি?

ঝাড়খণ্ডের আদিবাসী অধিকার রক্ষায় সরব অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক দয়ামণি বার্লা সম্প্রতি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘জনবিন্যাসে বদল ঘটছে, সেটা কি বিজেপির এখন মনে হলো? এই রাজ্যের জন্ম হয়েছে ২৪ বছর হলো, তার মধ্যে বিজেপিই তো ১৬ বছর রাজত্ব করেছে। যদি সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে থাকে, সেটা তাদের সরকার আটকাতে পারেনি কেন?’

তিনি আরো বলেন, ‘আবার সীমান্ত রক্ষার দায়িত্বও তো কেন্দ্রীয় সরকারের। তাদের বিএসএফ কী করছে? এসব প্রশ্নের জবাব না দিয়ে মেরুকরণ করার চেষ্টায় বারবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলছে বিজেপি।’

বার্লা বলেন, ‘এটা ঠিকই আদিবাসী সমাজের বহু মানুষ জমি-জঙ্গল হারাচ্ছে। কিন্তু কাদের কাছে? কারা আদিবাসীদের বাস্তুচ্যুত করছে? কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিরাই তো জোর করে আদিবাসী জমি দখল করছেন। কয়লাখনি অঞ্চলে আদিবাসীর সংখ্যা কমেছে ঠিকই। কিন্তু তাদের জমি তো হয় উন্নয়নমূলক প্রকল্পের নামে অথবা বড় শিল্পগোষ্ঠীগুলির কারখানা ইত্যাদি বানানোর জন্য কেড়ে নেওয়া হয়েছে। সেই দায় কার?’

দয়ামণি বার্লা আরো বলেন, জমি-জঙ্গল হারিয়ে বহু আদিবাসীই এখন পরিযায়ী হয়ে কাজের সন্ধানে অন্যত্র চলে গেছে। সেই পরিসংখ্যান থেকে এ রকম একটা ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে যে আদিবাসীরা সংখ্যালঘু হয়ে পড়বে ভবিষ্যতে। যে ব্যাখ্যা বার্লার মতে রাজনীতির জন্য করছে বিজেপি।

এ ছাড়া স্থানীয় সাংবাদিকরা বলছেন, ঝাড়খণ্ডে বহু বাংলাভাষী মুসলমান বাসিন্দা রয়েছে। তারা সেখানকারই আদি বাসিন্দা। বাংলায় কেউ কথা বলছে দেখলেই তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে মনে করা হয় অনেক ক্ষেত্রে। সেটা অনুচিত।

ভোট এলেই অনুপ্রবেশকারী ইস্যু?

এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে—এই মন্তব্য করার পর বাংলাদেশ সরকার কী প্রতিক্রিয়া দেয় বা আদৌ কিছু বলে কি না, তা এখনো জানা যায়নি। তবে মোদিসহ বিজেপি নেতাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার মন্তব্য করা নিয়ে সরব হয়েছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জোট। তারা প্রশ্ন তুলছে ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যে ১৬ বছরই ক্ষমতায় ছিল বিজেপি সরকার। যদি সত্যিই অনুপ্রবেশ হয়ে থাকে, তারা এত দিন কেন বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটা সামনে আনেনি? কেন ভোটের আগে বিষয়টা তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে?

বিজেপি পশ্চিমবঙ্গ, আসামসহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলোতে নির্বাচনের সময় অনুপ্রবেশের ইস্যু সামনে নিয়ে আসে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলে আসলে তারা হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করে।

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের জন্য দুটি পৃথক শব্দ ব্যবহার করে বিজেপি। ওই দেশে যাওয়া ব্যক্তি বা পরিবার যদি হিন্দু হয়, তাহলে তাকে শরণার্থী বলা হয়। আর সেই ব্যক্তির ধর্মীয় পরিচয় যদি হয় মুসলমান, তাহলে তাকে অনুপ্রবেশকারী বলা হয়।

তাই বারবার বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’ শব্দটা বলে আসলে বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মুসলমানদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করেন বিজেপি নেতা-নেত্রীরা।

সূত্র: বিবিসি বাংলা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে

news image

যে রেস্তোরাঁয় রোগা হলে মেলে ছাড়!

news image

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৬

news image

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৭

news image

ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি ইমরান খানকে

news image

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি

news image

মুসলিম বিশ্বে ঈদ আসে, গাজায় ঈদ আসে না

news image

বিধ্বংসী ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকটে মিয়ানমার

news image

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

news image

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

news image

গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ৩৭, ইয়েমেনে মার্কিন হামলা

news image

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

news image

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

news image

বাইডেনসহ বেশ কয়েক জনের নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

news image

পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের

news image

ব্রাজিলে বাদুড়ের শরীরে মিলল নতুন করোনাভাইরাস, ঝুঁকি এখনও অজানা

news image

মোদির মন্তব্যের প্রশংসায় চীন

news image

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারীকে বিবস্ত্র করে হেনস্তা-জিজ্ঞাসাবাদ

news image

হিজাববিহীন নারীদের ধরতে ইরানে ড্রোন ব্যবহার

news image

মার্কিনিদের সঙ্গে সমঝোতা ফিলিস্তিনি গোষ্ঠীর, মুক্তি পাবে ৫ জিম্মি

news image

যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গাজায় চলছে হামলা, নিহত অন্তত ৩০

news image

সিরিয়ায় নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত লাগতে পারে : আল-শারা

news image

পাকিস্তানের হামলায় ধ্বংসস্তূপ আফগানিস্তানের গ্রাম, ব্যাপক হতাহত

news image

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

news image

একইদিনে হার্ট অ্যাটাক : বোনের পর মারা গেলেন প্রবাসী এমদাদও

news image

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

news image

সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

news image

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত ছাড়াল ৪৪ হাজার ৮০০

news image

কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা

news image

সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির