নিজস্ব প্রতিবেদন ০৯ অক্টোবার ২০২৪ ১১:১৬ এ.এম
‘আমি অবসরের ঘোষণা করছি’- কথাটা ঠিকঠাক শোনা গেল না। মাইক্রোফোন পেরিয়ে কোনও আওয়াজই যে এলো না। বেরসিক দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনের সাউন্ড সিস্টেম। মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও নাটকীয় করে তুলল। এমন পরিস্থিতিতে কয়েক মিনিট নীরব বসে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না এই ক্রিকেটারের সামনে।
‘বিরুদ্ধে’ দাঁড়িয়ে যাওয়া সাউন্ড সিস্টেম চালু হওয়ার পর অবসর প্রসঙ্গে বাকি কথাগুলো বলেছেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটার ভাবতেই পারেন- সময় কত নিষ্ঠুর। তার বয়স ও পারফরম্যান্স নিয়ে বাইরের এত এত সমালোচনার ঝড় পেরিয়ে যখন বিদায়ের ঘোষণা দিতে যাচ্ছেন, তখনও বাধা হয়ে দাঁড়াল সাউন্ড সিস্টেম!
তারপরও মাহমুদউল্লাহ নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন। বাংলাদেশের ক্রিকেট থেকে এভাবে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা কজন দিতে পেরেছেন, কজনই-বা মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পেয়েছেন! বাংলাদেশের ক্রিকেটে যত বড় বড় নাম, তাদের কেউই আসলে মাঠ থেকে কিংবা ঘটা করে বিদায় বলতে পারেননি ক্রিকেটকে।
মাহমুদউল্লাহ পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাননি। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরে গিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠ থেকেই শেষ করেছে লাল বলের ক্যারিয়ার। এবার টি-টোয়েন্টি থেকেও অবসর নিচ্ছেন মাঠ থেকে। ১২ অক্টোবর হায়দরাবাদে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে শেষ চিহ্ন আঁকবেন। থাকবে বাকি শুধু ওয়ানডে। দুই ফরম্যাটকে বিদায় জানানোর পর ৫০ ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন ৩৮ পেরিয়ে যাওয়া এই ক্রিকেটার।
একসময় সম্মানজনক হার ছিল বাংলাদেশের লক্ষ্য। সময়ের পালাবদলে এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। জয়ই থাকে মননে-মগজে। জাতীয় দলের বদলে যাওয়ার নেপথ্যে ‘পঞ্চপাণ্ডব’কে ধরা হয় কাণ্ডারি। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ- এই পাঁচজনকে নিয়ে ‘পঞ্চপাণ্ডব’। মাহমুদউল্লাহকে একপাশে সরিয়ে বাকি চারজনের দিকে একটু নজর দেওয়া যাক।
প্রথমে আসা যাক মাশরাফির দিকে। টেস্ট ছেড়েছেন তিনি অনেক আগেই। তবে সাদা বলের ক্রিকেট থেকে, বিশেষ করে ওয়ানডে থেকে তিনি আদৌ অবসর নিয়েছেন কিনা, স্পষ্ট নয়। কারণ অবসর নিয়ে কোনও প্রকার ঘোষণাই তিনি দেননি। মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তবে মাঠ থেকে এই ফরম্যাট শেষ করার সুযোগ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে কুড়ি ওভারের ফরম্যাট ছাড়ার ঘোষণা দেন তিনি।
মুশফিকের মতো তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষের ঘোষণাও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে। তবে বাকি দুই ফরম্যাট টেস্ট ও ওয়ানডেতে তার ব্যাপারটি আরও জটিল। বাঁহাতি ওপেনার আদৌ এই দুই ফরম্যাটে খেলবেন কিনা, জানা নেই কারও। বিসিবিও নিশ্চিত করতে বলতে পারছেন না তামিমের ভবিষ্যৎ কী। জাতীয় দলে তামিমকে আর খেলতে দেখা যাবে কিনা, বিষয়টি তামিমের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। দিনে দিনে সময় অনেক গড়িয়েছে। কিন্তু তামিমের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।
এবার আসা যাক সাকিবের দিকে। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আচমকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। অবসরের ঘোষণায় সাকিব জানিয়েছেন, দেশের মাটিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন এই ফরম্যাটের শেষ ম্যাচ। অর্থাৎ, কুড়ি ওভারের ক্রিকেট থেকে তার বিদায়টা মাঠ থেকে হলো না। বিশ্বকাপ শেষ করার পর ভারতে গিয়ে দিলেন অবসরের ঘোষণা।
ইচ্ছা অনুযায়ী টেস্ট থেকেও যে বিদায় নিতে পারবেন, সেটিও অনিশ্চয়তা চাদরে মোড়ানো। কারণ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা, নিশ্চিত নয়। দেশে হত্যা মামলায় নাম জড়িয়েছে তার। যেকারণে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন সাকিব। দেশে গিয়ে টেস্ট সিরিজ খেলে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারবেন- এই নিশ্চয়তা চেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। বিসিবি নিরাপত্তার ব্যাপারটি ঠেলে দিয়েছে সরকারের কোর্টে। এই পরিস্থিতিতে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ‘স্বপ্ন’ ঝুলছে আসলে সুতোয়।
মাশরাফি, মুশফিক, তামিম ও সাকিব- বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম তারা। এখন পর্যন্ত তাদের কারোরই বিদায় প্রক্রিয়া সুখকর হয়নি। এই জায়গায় মাহমুদউল্লাহ নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। অন্তত আগাম ঘোষণা দিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারছেন তিনি।
বিদায়বেলায় তার কোনও আক্ষেপও নেই, ‘আমার আক্ষেপ নেই, এক ফোঁটাও আক্ষেপ নেই। বাংলাদেশের জন্য এত বছর খেলা- এটা বিশাল ব্যাপার। ২০০৭ সালে শুরু করে যতদূর এসেছি, জানি না কতটুকু সফল হয়েছি। কিন্তু সত্যি বলতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি খুশি।’
২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রেখেছিলেন মাহমুদউল্লাহ। ১৭ বছরের জার্নিতে খেলেছেন রেকর্ড ১৩৯ ম্যাচ। ২৩.৪৮ গড়ে ও ১১৭.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২ হাজার ৩৯৫ রান। করেছেন ৮ হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস হার না মানা ৬৪ রানের। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট।
আহামরি পারফরম্যান্স নয় অবশ্যই। তারকাখ্যাতিতেও তিনি বাকি চারজনের চেয়ে পিছিয়ে। তবে মাঠ থেকে বিদায় নিতে পারার সন্তুষ্টি তো শুধু তারই
রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছে যে ম্যাচের ওপর
কোহলি-গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন ‘অচেনা’ ফারহান
আউট বিতর্ক নিয়ে ইমরুল কায়েসের বিস্ফোরক স্ট্যাটাস
আইপিএল হার্দিকের লড়াই তবুও হারলো মুম্বাই
দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স
ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ধোনি
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম
রোযা রেখে ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল, যা বলছেন স্পেন কোচ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলে বিবেচনায় থাকবেন যারা
বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা
বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
তিন বছরে সৌদি সফরে বাফুফের কোটি টাকা ব্যয়, প্রাপ্তি কী?
বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়
শুধু ব্যাটার হিসেবে আইপিএলে খেলার অনুমতি পেলেন মার্শ
ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের আরও কাছে আর্সেনাল
বছরের সেরা রেফারির পুরস্কার পেলেন সানি
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনাল অস্ট্রেলিয়া
এনসিএল টি-টোয়েন্টি ফাইনালসহ আজকের যত খেলা
বেতন বাড়লো নারী ক্রিকেটারদের
শেষ ওভারে ২৭ রান, তামিমকে হতাশায় ডোবালেন বরিশালের সালমান
চাঁদা না দিয়েও ভোটার, ডিএফএ নিয়ে বাফুফের ভজকট
টেস্ট র্যাঙ্কিংয়ে বড় রদবদল, বাংলাদেশের কে কোথায়
ক্যারিবীয় পেসে দিশেহারা হয়ে বিপর্যয়ে বাংলাদেশ
ভুল থেকে শিক্ষা নিয়ে ফেরার সুযোগ দেখছেন মিরাজ
রোকেয়া পদক পাচ্ছেন দাবাড়ু রাণী হামিদ
স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে গেল ভারত
আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন
ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা
দাপুটে জয়ে শেষ লিভারপুলের ‘ডেথ রান’, সালাহর নতুন ইতিহাস