নিজস্ব প্রতিবেদন ২৫ ডিসেম্বার ২০২৪ ১০:০০ এ.এম
বড়দিনের পরদিনটা পরিচিত বক্সিং ডে নামে। অস্ট্রেলিয়ার জন্য বক্সিংডে টেস্ট রীতিমত ঐতিহ্য বহন করে। এবারের বক্সিংডে তে তাদের প্রতিপক্ষ ভারত। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। তবে মাঠের খেলার আগে বড়দিনের ছুটিতেই ভারতকে যেন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া। চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাভিস হেড অনিশ্চিয়তা কাটিয়ে জায়গা করে নিয়েছেন বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে।
ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে শোনা গিয়েছিল ট্রাভিস হেডের চোটের খবর। সেটা ভারতকে খানিক স্বস্তিই দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই এক ব্যাটারই যে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। হেড চোটের জন্য মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি।
অজি দলনায়ক প্যাট কামিন্স বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করেন কামিন্স। গতকালই ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপরেই মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল।
ট্রাভিস হেড চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ৩টি টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করেছেন। করেছেন দুই দলের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি ৪০৯ রান। ব্যাটিং গড়টা অবিশ্বাস্য ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন, যা অ্যাডিলেড ও ব্রিসবেনে অনেকটাই এগিয়ে রেখেছিল স্বাগতিকদের। সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত।
ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে ধারাবাহিক নন। আর ২০২৩ সাল থেকেই হেড ভারতের বিপক্ষে আছেন অবিশ্বাস্য। সেদিক থেকে হেড অনেকটা একা হাতেই পার্থক্য গড়ে দেন এমনটা বলা যেতেই পারে। ভারতের প্রত্যাশা ছিল মেলবোর্ন টেস্ট মিস করবেন হেড। সেটা অবশ্য হচ্ছে না।
অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে দুই পরিবর্তন এনেছে। ওপেনার ন্যাথন ম্যাকসুইনিকে বাদ দেওয়ায় মেলবোর্নে নতুন ওপেনিং জুটি নামাতেই হতো অজিদের। এক্ষেত্রে উসমান খোয়াজার সঙ্গে অজি ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন স্যাম কনস্টাস।
চোটের জন্য জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় দলে ফিরছেন স্কট বোল্যান্ড। হ্যাজেলউডের অনুপস্থিতিতে বোল্যান্ড অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে বেশ ভালোই করেছিলেন। চতুর্থ টেস্টে আবার ফিরছেন তিনি।
মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
আউট বিতর্ক নিয়ে ইমরুল কায়েসের বিস্ফোরক স্ট্যাটাস
আইপিএল হার্দিকের লড়াই তবুও হারলো মুম্বাই
দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স
ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ধোনি
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম
রোযা রেখে ডাচদের বিপক্ষে নামছেন ইয়ামাল, যা বলছেন স্পেন কোচ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলে বিবেচনায় থাকবেন যারা
বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা
বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
তিন বছরে সৌদি সফরে বাফুফের কোটি টাকা ব্যয়, প্রাপ্তি কী?
বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়
শুধু ব্যাটার হিসেবে আইপিএলে খেলার অনুমতি পেলেন মার্শ
ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের আরও কাছে আর্সেনাল
বছরের সেরা রেফারির পুরস্কার পেলেন সানি
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনাল অস্ট্রেলিয়া
এনসিএল টি-টোয়েন্টি ফাইনালসহ আজকের যত খেলা
বেতন বাড়লো নারী ক্রিকেটারদের
শেষ ওভারে ২৭ রান, তামিমকে হতাশায় ডোবালেন বরিশালের সালমান
চাঁদা না দিয়েও ভোটার, ডিএফএ নিয়ে বাফুফের ভজকট
টেস্ট র্যাঙ্কিংয়ে বড় রদবদল, বাংলাদেশের কে কোথায়
ক্যারিবীয় পেসে দিশেহারা হয়ে বিপর্যয়ে বাংলাদেশ
ভুল থেকে শিক্ষা নিয়ে ফেরার সুযোগ দেখছেন মিরাজ
রোকেয়া পদক পাচ্ছেন দাবাড়ু রাণী হামিদ
স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে গেল ভারত
আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন
ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা
দাপুটে জয়ে শেষ লিভারপুলের ‘ডেথ রান’, সালাহর নতুন ইতিহাস
সবচেয়ে কম ওভারে টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের
জানসেনের রেকর্ড পারফরম্যান্সে প্রোটিয়াদের বড় জয়