নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০১:১৪ পি.এম
অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্জিত ৬০২টি সম্পদের ফাইল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শনিবার রাতে জাবেদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের ওসমান তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে সম্পদের ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। এসব বস্তায় বিদেশে অর্জিত ওই ৬০২টি ফ্ল্যাট-বাড়ির ফাইল রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থায় (ইন্টারপোল) রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন। ওইসব বস্তায় দেশে-বিদেশ অর্জিত সম্পদের আরও নথিপত্র রয়েছে। পর্যায়ক্রমে বস্তাগুলো খুলে ওইসব নথিপত্রের তালিকা তৈরি করা হবে। পরে এগুলো জাবেদের বিরুদ্ধে করা মামলার চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হবে।
গত শনিবার দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। দুদকের দায়িত্বশীল একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপিদের সঙ্গে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেশে-বিদেশের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশে-বিদেশে বিপুল অঙ্কের টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত। অনুসন্ধানকালে দুদক তাঁর সম্পদের ফাইল, নথিপত্রের গোপন তথ্য পায়।
জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান টিমের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে, সাইফুজ্জামানের সম্পদের নথিগুলো কালুরঘটি আরামিট সিমেন্ট ফ্যাক্টরির গোডাউনে রাখা হয়েছে। সেগুলো উদ্ধার করতে গত ১৬ সেপ্টেম্বর দুদক টিমের সদস্যরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এ খবর পেয়ে নথিগুলো গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে সরিয়ে ফেলা হয়। পরে বৃহস্পতিবার গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে নথিপত্র পাওয়া যায়নি।
জানা যায়, নথিপত্রগুলো জাবেদের ঘনিষ্ঠ ওসমান তালুকদারের বাসায় সরিয়ে ফেলা হয়েছে। এরপর শনিবার রাতে ওসমানের বাসায় অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বস্তায় যা আছে
অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও দুবাইয়ে ক্রয় করা ৫৮২টি ফ্ল্যাট-বাড়ির ফাইল। এ ছাড়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ফিলিপাইনে ক্রয় করা ২০টি ফ্ল্যাট-বাড়ির ফাইল। কোন দেশে কী ধরনের সম্পদ ক্রয় করেছেন সেগুলোর তালিকা, সম্পদের বুকিং মানি, কিস্তি, কার কত শতাংশ মালিকানা, বিদেশি ব্যাংকে ঋণসংক্রান্ত তথ্য, মোট মূল্য, দলিলের কপিসহ নানা কাগজপত্র এবং নানা তথ্য রয়েছে ২৩টি বস্তায় রাখা ফাইলে। নিজের নগদ ৬০ শতাংশ অর্থ ও ৪০ শতাংশ ঋণে বিদেশে ওইসব সম্পদ অর্জন করেছেন।
কোন দেশে কত সম্পদ
যুক্তরাজ্যে ৩৪৬টি ফ্ল্যাট-বাড়ি, যুক্তরাষ্ট্রে ১০টি ফ্ল্যাট-বাড়ি এবং দুবাইয়ে ২২৮টি ফ্ল্যাট-বাড়ি রয়েছে। এ ছাড়া ভারতে তিনটি ফ্ল্যাট-বাড়ি, ভিয়েতনামে তিনটি ফ্ল্যাট-বাড়ি, মালয়েশিয়ায় দুটি ফ্ল্যাট-বাড়ি, থাইল্যান্ডে দুটি ফ্ল্যাট-বাড়ি, ফিলিপাইনে তিনটি ফ্ল্যাট-বাড়ির তথ্য পাওয়া গেছে। ঢাকায় চারটি ও চট্টগ্রামে ছয়টি ফ্ল্যাট রয়েছে।
আরামিট সিমেন্টের দুই কর্মকর্তা রিমান্ডে
জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক আবদুল আজিজ ও উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে তাদের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করে ওই ২৩ বস্তায় যা যা আছে সবকিছুর একটি তালিকা তৈরি করা হবে।
দুদকের অভিযানে যা ঘটেছিল
অভিযান পরিচালনার সময় উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা মো. আয়াজ বলেন, ওসমান তালুকদারের ঘরের তালা ভেঙে দুদক ও পুলিশের টিম প্রবেশ করে। এ সময় ভেতরে আরেকটি রুমে বস্তাবন্দি অবস্থায় কাগজপত্রগুলো পাওয়া যায়। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় কয়েক বাসিন্দা। জব্দ তালিকায় সাক্ষী হিসেবে স্বাক্ষর রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এসআই পরিতোষ দাশের।
শনিবার রাত সাড়ে ৩টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ বস্তা কাগজপত্রসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছি। আরামিট গ্রুপসহ তাদের বিভিন্ন সম্পত্তি-সংক্রান্ত মোট ২৩ বস্তা ডকুমেন্টস ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর কালুরঘাট আরামিট গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান থেকে জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াসের বাড়িতে এনে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। ড্রাইভার পলাতক। এ ছাড়া ওসমান নামে যে প্রতিবেশীর ঘরে নথিগুলো সরানো হয়েছিল, তিনিও পলাতক।
রেড নোটিশ জারির নির্দেশ
জাবেদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত দুদকের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিদেশে থাকা ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ি হস্তান্তর ঠেকাতে দুদক এ দম্পতির বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
দুদক পিপি মোকাররম হোসাইন বলেন, আদালত শুনানি শেষে দুর্নীতি মামলার আসামি সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের দুর্নীতি মামলায় ১৮ সেপ্টেম্বর আদালতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটি করেছিল দুদক।
এজাহারে যা উল্লেখ আছে
জাবেদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২৫ কোটি টাকা পাচারের মামলা তদন্তে নেমে দুদক বিদেশে তাদের মালিকানাধীন ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ির তথ্য পায়। এর মধ্যে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে পাঁচ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একই সঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।
নথি সরিয়েও হলো না শেষ রক্ষা
মামলা, রিমান্ড ও ইন্টারপোলের নোটিশ জারির তৎপরতা দেখে নথিগুলো ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের অফিস থেকে সরিয়ে ফেলেন জাবেদ দম্পতি। দেশ থেকে পাচার করা টাকায় তারা বিদেশে এসব সম্পদ গড়েছেন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে জাবেদ ও তাঁর স্ত্রী এসব ফ্ল্যাট-বাড়ি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক তথ্য-প্রমাণ পেয়েছে। হন্তান্তর ঠেকাতে তাদের নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। গত ২৪ জুলাই মশিউর রহমান চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ একটি মামলা করেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
ঢাকার বার্তার/রাজা
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ