ফেরারি মিজান ২১ ডিসেম্বার ২০২৫ ০৮:৫২ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনীতি আজ এক গভীর নৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে—এ কথা আর গোপন নয়। জনগণের নেতৃত্ব দেওয়ার কথা যাদের, সেই রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা যেন দিন দিন ক্ষয়ে যাচ্ছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অযোগ্যতার বিস্তার, এবং প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে বহু নাগরিকের মনেই জন্মেছে এক হতাশাজনক ধারণা—“রাজনীতি ভালো মানুষের কাজ নয়।”
এই বক্তব্য শুধু সাধারণ মানুষের মুখে নয়; উদ্বেগের বিষয় হলো, স্থানীয় পর্যায়ের পদধারী রাজনৈতিক নেতাদের কাছ থেকেও এখন এটি শোনা যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত অভিমত নয়—রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির অন্তর্নিহিত সংকটের এক নির্মম প্রতিচ্ছবি।
রাজনীতি তো জন্ম নিয়েছিল জনসেবার আদর্শ ধারণ করে। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো সমতা, ন্যায়, গণতন্ত্র ও জনগণের কল্যাণের দর্শন সামনে রেখে যাত্রা শুরু করেছিল। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে সেই দর্শন এখন ক্ষমতা ও প্রভাব বিস্তারের রণনীতির কাছে পরাজিত। জনগণের সম্পদ লুণ্ঠন, প্রশাসনিক প্রভাব খাটানো, দলীয় স্বার্থ রক্ষা—এসব অভিযোগ যেন আর নতুন কিছু নয়; বরং রাজনৈতিক বাস্তবতার অংশ হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বিস্ময় নয় যে সমাজে এই ধারণা ছড়িয়ে পড়েছে—যে যত বড় নেতা, সে তত বেশি ভোগ-দখলে অভ্যস্ত; আর সেই সুবিধা পেতে হলে জনগণকেই শোষণ করতে হয়।
নেতৃত্ব যখন সেবার পরিবর্তে ভোগের মাধ্যম হয়ে দাঁড়ায়, তখন রাজনীতি আদর্শ হারায়, গণতন্ত্র প্রাণ হারায়।
যে কথাটি আরও গভীরভাবে ভাবায়—রাজনীতিকে যারা ভ্রষ্ট বলেছেন, তাদের মধ্যেই রয়েছেন রাজনৈতিক দলের স্থানীয় ইউনিটের পদাধিকারী নেতারা। তারা নিজেরাই যদি মনে করেন রাজনীতি ভালো মানুষের স্থান নয়, তবে তারা কীভাবে নৈতিকতার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দেবেন? আবার জনগণ কিভাবে নৈতিক নেতৃত্বের আশা করবে?
এটি নিছক ব্যক্তিগত ব্যর্থতা নয়; বরং দলীয় কাঠামোর ভেতরে মূল্যবোধগত শূন্যতা তৈরির ফল। রাজনৈতিক প্রশিক্ষণ, জবাবদিহি, নৈতিক শিক্ষার অভাব—এসবই ধীরে ধীরে নেতাদের আচরণে ছাপ ফেলছে। এমন একটি সংস্কৃতিতে সৎ মানুষ রাজনীতিতে টিকে থাকতে সংগ্রাম করে, আর অসৎরা সুযোগ দেখে ক্ষমতার শিখরে উঠে যায়।
তবে সবকিছু এতটা অন্ধকারও নয়। দেশের বিভিন্ন প্রান্তে এখনো অসংখ্য সৎ ও নিবেদিত মানুষ রাজনীতিতে কাজ করছেন—নীরবে, নিরলসভাবে। তরুণ প্রজন্মের মধ্যেও নৈতিক রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা জাগছে। কিন্তু এই ভালো মানুষদের রাজনীতিতে প্রবেশ ও প্রতিষ্ঠার পরিবেশ কতটা অনুকূল?
রাজনীতি ভালো মানুষের জন্য নয়—এ ধারণা যতদিন থাকবে, ততদিন রাজনীতিতে ভালো মানুষরা আসবে না। আর ভালো মানুষ না আসলে রাজনীতি কখনোই ভালো হবে না। এটি এক দুষ্টচক্র—যে চক্র ভাঙতে হলে সমাজ, দল ও নেতৃত্ব—সবারই আত্মসমালোচনা প্রয়োজন।
বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পার করেছে। এখন সময় এসেছে নতুন করে প্রশ্ন তোলার—
কেমন রাজনীতি চাই? কেমন নেতৃত্ব চাই?
রাজনীতি যদি সেবার জায়গা না হয়, তবে সেটি ক্ষমতার দখলদারিত্বে পরিণত হয়। আর ক্ষমতার দখলদারিত্বই শেষ পর্যন্ত সমাজকে শোষণ, বৈষম্য ও অবিশ্বাসের দিকে ঠেলে দেয়।
এখন প্রশ্ন—এ পথেই কি আমরা এগোতে চাই?
নীতিনিষ্ঠ নেতৃত্বের দাবি আজ আর বিলাসিতা নয়; এটি জাতীয় প্রয়োজন। জনগণ, দল ও রাষ্ট্র—তিন পক্ষকেই এই নৈতিক পুনর্গঠনের পথে এগিয়ে আসতে হবে। কারণ রাজনীতি খারাপ মানুষের জন্য নয়—এই সত্যটি মেনে নেওয়া মানেই একটি জাতির আত্মসমর্পণ।
বাংলাদেশকে সেই আত্মসমর্পণের পথে হাঁটতে দেওয়া যায় না।
পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ
বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?
রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ
পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি
যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন
ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব
শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের
সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে
৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক
এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!
যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার
বছরের শেষ সূর্যগ্রহণ আজ
৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস
বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা
জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য
"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?
সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে
পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?
খোলা চিঠি
দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’
তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি
রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!
দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা
রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা
যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো
ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন
সগৌরবে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরোনো মসজিদ
শিশু সাহিত্যের ধ্রুবতারা শিবুকান্তি দাশ