নিজস্ব প্রতিবেদন ২৮ অক্টোবার ২০২৫ ০২:৫৪ এ.এম
ছবি: সংগৃহীত
কাজের চাপে ক্লান্ত, অথবা বন্ধুদের আড্ডায় একটু প্রাণ চঞ্চলতা দরকার? তখনই অনেকে ছুটে যান কফির কাপে এক চুমুক প্রশান্তির জন্য। বিশেষ করে যারা কফি প্রেমী, তাদের কাছে ব্ল্যাক কফির গুরুত্বই আলাদা। দুধ-চিনি ছাড়াই খাঁটি কফির স্বাদ ও গন্ধ যেন এক ধরনের নেশা তৈরি করে! শুধু স্বাদের জন্য নয়, প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফি আমাদের শরীর ও মনের জন্য হতে পারে আশীর্বাদ স্বরূপ, বলছেন পুষ্টিবিদরা।
চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত ব্ল্যাক কফি খাওয়ার কিছু বিস্ময়কর উপকারিতা-
শারীরিক কর্মক্ষমতা বাড়ায়:
ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং অ্যাড্রেনালিনের মাত্রা বাড়িয়ে তোলে। এর ফলে শরীর আরও বেশি কর্মক্ষম হয়। বিশেষ করে যারা ওয়ার্কআউট করেন, তাদের জন্য এক কাপ ব্ল্যাক কফি হতে পারে প্রাকৃতিক এনার্জি বুস্টার।
মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি:
ব্ল্যাক কফি স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে কার্যকর। এতে থাকা ক্যাফেইন নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন ও নোরেপাইনফ্রিনের মাত্রা বাড়ায়, যা মস্তিষ্ককে সজাগ ও সক্রিয় রাখতে সাহায্য করে। পরীক্ষার প্রস্তুতি হোক বা অফিসের গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন- এক কাপ ব্ল্যাক কফিই হতে পারে আপনার গোপন অস্ত্র!
ওজন কমাতে সহায়ক:
ব্ল্যাক কফিতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে। এটি বিপাকীয় হার বাড়ায় এবং ক্ষুধা দমন করতে সাহায্য করে। ফলে এটি ওজন কমানোর ডায়েটের অংশ হিসেবে কার্যকরভাবে কাজ করে। তবে অবশ্যই এটি সুষম খাদ্যাভ্যাসের পরিপূরক হিসেবেই গ্রহণ করা উচিত।
অ্যান্টিঅক্সিডেন্টের আধার:
ক্লোরোজেনিক অ্যাসিড ও পলিফেনলের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্ল্যাক কফি আমাদের শরীরকে সুরক্ষা দেয় নানা ধরনের ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে। এটি শুধু শরীর নয়, ত্বকের বার্ধক্য রোধেও সহায়তা করে। অর্থাৎ, সৌন্দর্য রক্ষায়ও ভূমিকা রাখে এক কাপ কফি!
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্ল্যাক কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, পার্কিনসন, এমনকি কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকিও কমে। এছাড়াও এটি লিভার ফাংশন উন্নত করে, ফ্যাটি লিভার এবং সিরোসিস প্রতিরোধে সহায়তা করে।
মানসিক স্বাস্থ্যের যত্নে কফি:
ব্ল্যাক কফি শুধু শরীর নয়, মনকেও সতেজ রাখে। এটি হতাশা কমাতে সাহায্য করে এবং মানসিক চাপ হ্রাস করে মনকে রাখে সক্রিয়। যাদের নিয়মিত মন-মেজাজ খারাপ থাকে, তারা পরিমিত মাত্রায় ব্ল্যাক কফি খেতে পারেন।
আলঝাইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক রোগের আশঙ্কাও বাড়ে। তবে আশার কথা হলো, নিয়মিত ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ স্নায়ু সুরক্ষায় ভূমিকা রাখে। ফলে ব্ল্যাক কফি নিয়মিত খেলে আলঝাইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে।
তবে সব ভালো জিনিসেরই একটা সীমা থাকে। ব্ল্যাক কফির ক্ষেত্রেও তাই। দিনে দুই থেকে তিন কাপের বেশি কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও তৈরি করতে পারে। তাই সুস্থতা ও সতেজতার জন্য পরিমিত পরিমাণে খাঁটি ব্ল্যাক কফি আপনার ডায়েটের অংশ হতে পারে।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম